২৩-১২-২০২০ তারিখে “National Level Competition among NASCIB members for the best practicing enterprise on Decent Work” শীর্ষক পুরষ্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের সাথে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ড. মোঃ মাসুদুর রহমান, চেয়ারপার্সন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ), বিশেষ অতিথি জনাব মোঃ মোঃ মোশ্তাক হাসান, এনডিসি, চেয়ারম্যান, অতিরিক্ত সচিব, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), জনাব নিশ্চিন্ত কুমার পোদ্দার, যুগ্ম সচিব ও পরিচালক, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), জনাব নাজমুল হাসান, ম্যানেজার, একশনএইড বাংলাদেশ ও জনাব মির্জা নুরুল গণী শোভন, সিআইপি, সভাপতি, নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ।