৪ঠা ডিসেম্বর ২০১৯, বিকাল ৩ ঘটিকায় কনফারেন্স রুম, নাসিব প্রধান কার্যালয়ে একশন এইড বাংলাদেশ (এএবি) ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর যৌথ আয়োজনে “Validation on Decent Work & Our Responsibilities” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন -মিজ লুৎফুন নাহার বেগম, অতিরিক্ত সচিব (প্রশাসন), শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়াও সভাপতিত্ব করেছেন জনাব মির্জা নুরুল গনী শোভন, সিআইপি, সভাপতি, নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এবং উপস্থিত ছিলেন নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতিবৃন্দ, পরিচালকবৃন্দ ও নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের সদস্যারা এবং একশন এইড বাংলাদেশ (এএবি) এর প্রতিনিধিরা।