Notice :
সন্মানিত উদ্যোক্তা নাসিব ORM (Online Registration Module) এর নিবন্ধন কার্যক্রম কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। নতুন/নবায়ন আবেদনের জন্য সরাসরি অফিসে যোগাযোগের অনুরোধ রইলো।  সন্মানিত উদ্যোক্তা বাংলাদেশের উৎপাদনশীলতা আন্দোলনকে বেগবান করা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় কর্তৃক সেরা এসোসিয়েশন হিসাবে  “ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২১”এর ১ম স্থান অর্জন করে। এই অর্জনের পেছনে রয়েছে আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা। ধন্যবাদ- মির্জা নুরুল গণী শোভন, সিআইপি, সভাপতি, নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ  
সাধারণ নির্দেশিকাঃ

বিঃদ্রঃ – দয়া করে সদস্য ফরমটি পূরণের পূর্বে নিম্নোক্ত নির্দেশনা গুলো ভালো ভাবে দেখে নিন। 

১. আবেদন ফর্মটি সম্পূর্ণ রূপে ইংরেজি ও বাংলাতে পূরণ করতে হবে।
২. উদ্যোক্তার যে সকল কাগজপত্রাধি সংযুক্ত করতে হবে-

  • জাতীয় পরিচয় পত্র
  • এক কপি পাসপোর্ট সাইজ ছবি
  • ট্রেড লাইসেন্স এর প্রথম পাতা, সংশোধনী পাতা (যদি থাকে) ও নবায়ন পাতা  এর কপি jpeg Format- এ সংযুক্ত/আপলোড করতে হবে।

৩. আবেদন সম্পন্ন হলে  লিঙ্ক এ গিয়ে লগইন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে

৪.  লগইন এর জন্য ব্যবহার করুন-

  • লগইন আইডি (আইডি হিসেবে আপনার আবেদন ফরমে উল্লেখিত মোবাইল নম্বর দিন)
  • পাসওয়ার্ড দিনঃ ABcd1234

৫. আইডিতে লগইন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

  • পেমেন্ট প্রদান করার সময় পরিমাণ উল্লেখ করুন ।
  • Name এ আপনার প্রতিষ্ঠানের নামটি প্রদান করুন।
  • আবেদন ফরমে উল্লেখিত E-mail নম্বরটি প্রদান করুন।
  • আবেদন ফরমে উল্লেখিত মোবাইল নম্বরটি প্রদান করুন।
  • Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন।

 

পরিশোধের হার নিম্নরূপ-

 

ক্রঃনং ব্যবসার ধরণ সদস্যপদের ধরণ ফি/খরচ সদস্য ফি ও অনলাইন চার্জ পরিশোধ যোগ্য মোট পরিমাণ
১. অংশীদারী অথবা লিমিটেড কোম্পানি/প্রতিষ্ঠান নতুন সহযোগী সদস্য
  • নিবন্ধন ফি = ১,৫০০  টাকা
  • বার্ষিক ফি = ১,৫০০ টাকা
৩,০০০ + ৭৬ টাকা ৩,০৭৬ টাকা
সহযোগী সদস্য নবায়ন
  • নবায়ন ফি= ১,৫০০ টাকা
১,৫০০+৩৮ টাকা

(প্রতি বছর)

১,৫৩৮ টাকা
ব্যাক্তি মালিকানাধীন নতুন সহযোগী সদস্য
  • নিবন্ধন ফি = ১,২৫০  টাকা
  • বার্ষিক ফি = ১,২৫০ টাকা
২,৫০০+৬৪ টাকা ২,৫৬৪ টাকা
সহযোগী সদস্য নবায়ন
  • নবায়ন ফি= ১,২৫০ টাকা
১,২৫০+৩২ টাকা (প্রতি বছর) ১,২৮২ টাকা

(প্রতি বছর)

৬. অনলাইনে পেমেন্ট  সম্পন্ন না হলে পেমেন্ট করার জন্য

৭. পেমেন্ট  সম্পন্ন হবার ১০-১৫ মিনিট এর মাঝে আবেদনকৃত ফরমে উল্লেখিত E-mail এ e-Certificate প্রেরণ করা হবে।

>> আবেদন ফরম পূরণের জন্য ক্লিক করুন–