বিঃদ্রঃ – দয়া করে সদস্য ফরমটি পূরণের পূর্বে নিম্নোক্ত নির্দেশনা গুলো ভালো ভাবে দেখে নিন।
১. আবেদন ফর্মটি সম্পূর্ণ রূপে ইংরেজি ও বাংলাতে পূরণ করতে হবে।
২. উদ্যোক্তার যে সকল কাগজপত্রাধি সংযুক্ত করতে হবে-
-
জাতীয় পরিচয় পত্র
-
এক কপি পাসপোর্ট সাইজ ছবি
-
ট্রেড লাইসেন্স এর প্রথম পাতা, সংশোধনী পাতা (যদি থাকে) ও নবায়ন পাতা এর কপি jpeg Format- এ সংযুক্ত/আপলোড করতে হবে।
৩. আবেদন সম্পন্ন হলে লিঙ্ক এ গিয়ে লগইন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে
৪. লগইন এর জন্য ব্যবহার করুন-
-
লগইন আইডি (আইডি হিসেবে আপনার আবেদন ফরমে উল্লেখিত মোবাইল নম্বর দিন)
-
পাসওয়ার্ড দিনঃ ABcd1234
৫. আইডিতে লগইন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
-
পেমেন্ট প্রদান করার সময় পরিমাণ উল্লেখ করুন ।
-
Name এ আপনার প্রতিষ্ঠানের নামটি প্রদান করুন।
-
আবেদন ফরমে উল্লেখিত E-mail নম্বরটি প্রদান করুন।
-
আবেদন ফরমে উল্লেখিত মোবাইল নম্বরটি প্রদান করুন।
-
Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন।
পরিশোধের হার নিম্নরূপ-
ক্রঃনং | ব্যবসার ধরণ | সদস্যপদের ধরণ | ফি/খরচ | সদস্য ফি ও অনলাইন চার্জ | পরিশোধ যোগ্য মোট পরিমাণ |
---|---|---|---|---|---|
১. | অংশীদারী অথবা লিমিটেড কোম্পানি/প্রতিষ্ঠান | নতুন সহযোগী সদস্য |
|
৩,০০০ + ৭৬ টাকা | ৩,০৭৬ টাকা |
সহযোগী সদস্য নবায়ন |
|
১,৫০০+৩৮ টাকা
(প্রতি বছর) |
১,৫৩৮ টাকা | ||
২ | ব্যাক্তি মালিকানাধীন | নতুন সহযোগী সদস্য |
|
২,৫০০+৬৪ টাকা | ২,৫৬৪ টাকা |
সহযোগী সদস্য নবায়ন |
|
১,২৫০+৩২ টাকা (প্রতি বছর) | ১,২৮২ টাকা
(প্রতি বছর) |
৬. অনলাইনে পেমেন্ট সম্পন্ন না হলে পেমেন্ট করার জন্য
৭. পেমেন্ট সম্পন্ন হবার ১০-১৫ মিনিট এর মাঝে আবেদনকৃত ফরমে উল্লেখিত E-mail এ e-Certificate প্রেরণ করা হবে।
>> আবেদন ফরম পূরণের জন্য ক্লিক করুন–