অদ্য ৮ এপ্রিল, ২০২৩ তারিখ SIYB Foundation of Bangladesh ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর যৌথ আয়োজনে “Training of Entrepreneurs (ToE) on Improve Your Business (IYB)” শীর্ষক ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, সভাপতি, SIYB Foundation of Bangladesh। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আরফিন, সহ-সভাপতি, নাসিব কেন্দ্রীয় কার্যালয়। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ের সাথে সম্পৃক্ত প্রশিক্ষণার্থী ২০ জন উদ্যোক্তা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব জোহা রহমান ও রুমান ইশতিয়াক। প্রশিক্ষণ কর্মসূচিটির সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ মুনির-উজ-জামান, সহ-সভাপতি, নাসিব কেন্দ্রীয় কার্যালয়।