Notice :
সন্মানিত উদ্যোক্তা নাসিব ORM (Online Registration Module) এর নিবন্ধন কার্যক্রম কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। নতুন/নবায়ন আবেদনের জন্য সরাসরি অফিসে যোগাযোগের অনুরোধ রইলো।  সন্মানিত উদ্যোক্তা বাংলাদেশের উৎপাদনশীলতা আন্দোলনকে বেগবান করা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় কর্তৃক সেরা এসোসিয়েশন হিসাবে  “ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২১”এর ১ম স্থান অর্জন করে। এই অর্জনের পেছনে রয়েছে আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা। ধন্যবাদ- মির্জা নুরুল গণী শোভন, সিআইপি, সভাপতি, নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ  
SIYB Foundation of Bangladesh ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর যৌথ আয়োজনে “Training of Entrepreneurs (ToE) on Improve Your Business (IYB)” শীর্ষক ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

অদ্য ৮ এপ্রিল, ২০২৩ তারিখ SIYB Foundation of Bangladesh ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর যৌথ আয়োজনে “Training of Entrepreneurs (ToE) on Improve Your Business (IYB)” শীর্ষক ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, সভাপতি, SIYB Foundation of Bangladesh। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আরফিন, সহ-সভাপতি, নাসিব কেন্দ্রীয় কার্যালয়। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ের সাথে সম্পৃক্ত প্রশিক্ষণার্থী ২০ জন উদ্যোক্তা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব জোহা রহমান ও রুমান ইশতিয়াক। প্রশিক্ষণ কর্মসূচিটির সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ মুনির-উজ-জামান, সহ-সভাপতি, নাসিব কেন্দ্রীয় কার্যালয়।