Notice :
সন্মানিত উদ্যোক্তা নাসিব ORM (Online Registration Module) এর নিবন্ধন কার্যক্রম কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। নতুন/নবায়ন আবেদনের জন্য সরাসরি অফিসে যোগাযোগের অনুরোধ রইলো।  সন্মানিত উদ্যোক্তা বাংলাদেশের উৎপাদনশীলতা আন্দোলনকে বেগবান করা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় কর্তৃক সেরা এসোসিয়েশন হিসাবে  “ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২১”এর ১ম স্থান অর্জন করে। এই অর্জনের পেছনে রয়েছে আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা। ধন্যবাদ- মির্জা নুরুল গণী শোভন, সিআইপি, সভাপতি, নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ  
Mr. Mirza Nurul Ghani Shovon, CIP, President of Nascib and Chairman of Informal Sector Industry Skills Council, wished with flowers to Ms.Rasheda K. Chowdhury….

Mr. Mirza Nurul Ghani Shovon, CIP, President of Nascib and Chairman of Informal Sector Industry Skills Council, wished with flowers to Ms.Rasheda K. Chowdhury, CEO, Campaign for Popular Education (CAMPE) for their 30th anniversary on Saturday, 9th September 2023 @ Bangabandhu International Conference Center.